সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জনপ্রিয় ক্রিয়েটার সাকিল আল হাসানের বড় মেয়ে আইলার ছবি দিয়ে পোষ্ট করেন তার নিজস্ব ভেরিফাই ফেইসবুক পেইজ থেকে।হাস্যউজ্জল,খোলা চুলে হাসি মাখা মেয়েটি সূর্যমুখী ফুল গাছের মধ্যে ছবি টি তুলা হলেও কিছু বাজে লোকের আপত্তিকর মন্তব্যের কারনে তিনি আর পোষ্ট টি রাখেন নি, বাজে মন্তব্য দেখার পর তিনি পোষ্ট টি ডিলেট করে দেন।
সাকিব আল হাসান কোন মন্তব্য করেন নি এ বিষয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ নিয়ে উঠেছে ঝড়।
ঐ আপত্তিকর মন্তব্যকারীদের বিচারের আওতায় আনার দাবিতে তারা প্রতিবাদ করছে।
কিক্রেটার ইমরুল কায়েসও এ বিষয়ে ক্ষোভ প্রকাশে তিনি তাদের বিচারের আওতায় আনার জন্য পোষ্ট দিয়েছেন তার ফেইসবুক প্রোফাইল থেকে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ তাদের পেইজবুক পেইজের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলেছেন।
ইতিমধ্যে আপত্তিকর কমেন্টকারীদের প্রাথমিক পরিচয় দিয়ে পোষ্ট করছেন অনেকেই তাদের মধ্যে
১.শাহিন,পেশা মোবাইল ফোন টেকনিশিয়ান ২. আব্দুল্লাহ
পেশায় (শিক্ষক) জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম জামিল মাদ্রাসা বগুড়া ৩. রেজাউন পেশায় একজন গাজা ব্যাবসায়ী ৪. রবিন
পেশায় শিক্ষার্থী।
তাদের কে খুঁজছেন পুলিশ,শিগ্রই তাদের আইনের আওতায় আনা হবে।